সেন্টমার্টিন থেকে নৌ-পথে টেকনাফ ফেরার পথে মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কেও হতাহত হয়নি।
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন দ্বীপে স্থগিত নির্বাচনের ভোট গ্রহন শেষে বুধবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফে ফেরার পথে সাগরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান।
জানা গেছে, গত ২৯ মে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন হয়। এর আগেরদিন বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে ভোট গ্রহণ সামগ্রি ও নির্বাচনে দায়িত্বশীল কাউকে দ্বীপে পাঠানো সম্ভব হয়নি। ফলে, সংশয় দিনে সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সেই কেন্দ্রে ভোট গ্রহণ হয় ৫ জুন। ভোটগ্রহণ শেষে স্পিডবোট যোগে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফিরতে গিয়ে সাগরের মাঝপথে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি চালানো হয়।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সেন্টমার্টিন থেকে নির্বাচনের ভোট গ্রহন শেষে শাহপরীর দ্বীপের কাছাকাছি এলে মিয়ানমার অংশ থেকে অন্তত ২৫-৩০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ ছোঁড়া গুলি এসে পড়ে আমাদের বহনকারী স্পিডবোটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
তিনি আরও বলেন, নির্বাচনী সরঞ্জাম বহনকারী স্পিডবোটে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি), প্রিসাইডিং কর্মকর্তা, পুলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটি টিমও ছিল। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা নিরাপদে টেকনাফে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি ছুঁড়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গুলি চালানোর ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানো হবে।