কক্সবাজারের টেকনাফের জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রীণ লাইন ডুবো চরে আটকা পড়ে। নৌ-পথের শাহপরীরদ্বীপ মোহনায় আটকা পড়া জাহাজটি দেড়ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।
রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন যাওয়ার মাঝ পথে লালচর নামক স্থানে জাহাজটি এ বিড়ম্বনায় পড়ে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) এর ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, এ পথে চলমান এমভি গ্রীণ লাইন নামের পর্যটকবাহী জাহাজ ৫৪ জন পর্যটক নিয়ে সকালে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্য টেকনাফ জেটিঘাট থেকে রওনা দেয়। হঠাৎ মিয়ানমারের কাছাকাছি সাগরে লালচরে জাহাজটি আটকে যায়। খবরটি কোস্টগার্ডকে অবগত করা হলে সিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা পর আটকা পড়া পর্যটকদের উদ্ধার করে তাদের বড় স্পিডবোট যোগে সেন্টমার্টিন নিয়ে যায়।
তিনি আরো বলেন, আতংকে কিছু পর্যটক অসুস্থ হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি জাহাজ চালকের অদক্ষতার কারনে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
টেকনাফ উপজেলার নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, চালকের অদক্ষতার কারনে সেন্টমার্টিন যাওয়ার সময় জাহাজটি পর্যটকসহ সাগরের লাল চর নামক এলাকার ডুবো চরে আটকে যায়। পরে কোস্টগার্ডের সহায়তায় জাহাজ ও পর্যটকদের উদ্ধার করা হয়। সবাইকে নিরাপদে সেন্টমার্টিন পৌঁছে দেয়া হয়েছে।