ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

সেন্টমার্টিন সৈকতের আবর্জনা পরিস্কার করলো জেলা ছাত্রলীগ

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেনের নেতৃত্বে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের প্রায় দুই কিলোমিটার সমুদ্র সৈকতের আবর্জনা পরিষ্কার করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সেন্টমার্টিন সৈকতের বিশাল এলাকাজুড়ে জমা আবর্জনা পরিস্কার কার্যক্রম শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। 

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ। এখানে বেড়াতে এসে দেখলাম চারপাশে বিচ্ছিন্ন ভাবে ময়লা-আবর্জনা৷ ছিটানো। এসব দেখেই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ততক্ষণাত আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিই। দেশের একমাত্র প্রবালদ্বীপ হিসেবে এর জীববৈচিত্র্য রক্ষায় একে পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মেধাবী ও মননশীল ছাত্রদের সমন্বয়ে দেশের কল্যাণে কাজ করছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। পর্যটনের অমূল্য ধন প্রবালদ্বীপ সেন্টমার্টিন পরিচ্ছন্নতায় নামাও তারই একটি অংশ।

জেলা ছাত্রলীগ সভাপতি আরো বলেন, সকলে যদি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলত, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পেত। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য ধরে রাখতে পারতো। এটি নিশ্চিত করে সমুদ্র সৈকতের সুন্দর পরিবেশ রক্ষার্থে সকলকে জেলা প্রশাসনের নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা রাখার পাশাপাশি আরও সচেতন হতে বিনীত অনুরোধ জানান তিনি।

পরিচ্ছন্নতা অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন, ছাত্রনেতা হাসান তারেক, সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক জিয়াউদ্দীনসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন