৮ জুলাই ২০২৫

সেবাকর্মীদের সুরক্ষায় ফিল্ড হাসপাতালে ২ হাজার মাস্ক দিলেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত দেশের প্রথম অস্থায়ী ফিল্ড হাসপাতালে দুই হাজার সার্জিকেল মাস্ক দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (৬ মে) নওফেলের পক্ষে এই মাস্ক ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়ার হাতে তুলে দেন ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এম ফয়সাল আহমেদ।

এর আগে গতকাল মঙ্গলবার (৫ মে) সকালে ফিল্ড হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের যাবতীয় কার্যক্রম ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদানের ঘোষণা দেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবিলায় চট্টগ্রামে ফিল্ড হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়া। ২১ এপ্রিল সকাল থেকে রোগী দেখার মধ্য দিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ