বাংলাধারা প্রতিবেদন »
সেরা করদাতা দুই সাকিবএ বছর সেরা করদাতা হয়েছেন দুই সাকিব। খেলোয়াড় ক্যাটাগরিতে সাকিব আল হাসান ও অভিনেতা ক্যাটাগরিতে শাকিব খান এ বছর সেরা করদাতা হয়েছেন।
খেলোয়াড় ক্যাটাগরিতে সাকিব আল হাসান ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতার তালিকায় রয়েছে তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার নামও। গত বছরও এই তিন জনকেই সেরা করদাতার খেতাব দেওয়া হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খেলোয়াড় ক্যাটাগরিতে ২০১৮-১৯ কর বর্ষে দেশের সেরা করদাতা হিসেবে তাদের মনোনীত করেছে। এ বছর ৭৪ জন ব্যক্তি ট্যাক্স কার্ড পাবেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ ব্যাপারে সরকার গেজেট প্রকাশ করেছে। এছাড়া এ বছরও সেরা করদাতার তালিকায় এসেছে অভিনেতা শাকিব খান (সাকিব খান রানা), তাহসান, অভিনেত্রী ববিতা (ফরিদা আক্তার ববিতা) ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরুর নামও। গায়িকা মমতাজ বেগম ও গায়ক এসডি রুবেলও আছেন সেরা করদাতার তালিকায়।
এ বছর ৭৪ জন ব্যক্তি ট্যাক্স কার্ড পাবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এ ব্যাপারে সরকার গেজেট প্রকাশ করেছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ