ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

সৈকত এলাকা হতে ৫ অপরাধীকে ছুরিসহ গ্রেফতার

জেলার প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার শহরের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে রিকশা চালানোর আড়ালে অপরাধ কর্মকরা সালাউদ্দিন গ্রুপের সালাউদ্দিনসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনগত রাত ১২টার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

আটকরা হলো, কুমিল্লার মুরাদনগরের নাইব্বাবাজ এলাকার আবুল কাশেমের ছেলে বর্তমানে পৌরসভার কানাইয়াবাজার এলাকায় বসবাসকারী ভাসমান রিক্সা চালক মো. সালাউদ্দিন (৩২), পৌরসভার পাহাড়তলীর নবী হোসেনের ছেলে মো. রশিদ উল্লাহ (৩৫), ইসলামপুর আবদুল হকের ঘোনার মনির আহমেদের ছেলে মো. জোহার (১৭), লাল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (১৬) ও দিল মোহাম্মদের ছেলে মো. ইউনুস (১৫)।

সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদে খবর আসে সৈকতের সুগন্ধা পয়েন্ট বীচে প্রবেশ পথের মূখে কতিপয় অপরাধী ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জন্য অবস্থান করছে। এ খবরে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে সালাউদ্দিন, রশিদ, জোহার, রফিক ও ইউনুসকে আটক করে। গভীর রাতে উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাবাসাদে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তাদের দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ড্যাগার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা সকলেই কিশোর গ্যাং এর সদস্য, পেশাদার ছিনতাইকারী বলে স্বীকার করেছে। তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন, ছুরি, চাপাতি নিয়ে বিভিন্ন লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের মাধ্যমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ