লোহাগাড়া প্রতিনিধি »
সৌদি আরবের পবিত্র মদিনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে আল খলিল এলাকায় একটি সোফা কারখানায় আগুনে চট্টগ্রামের লোহাগাড়ার দুই সহোদরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে দেশে তাদের মৃত্যুর খবর আসে। এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ সুখছড়ী ৯ নম্বর ওয়ার্ড সাম্বির পাড়া সুলতান আহমদের পুত্র মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ আরফাত হোসেন মানিক।
জানা যায়, পবিত্র মদিনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে আল খলিল এলাকায় অবস্থিত একটি সোফা কারখানায় তারা দুই ভাই কাজ করতেন।সেখানেই অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়।নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বর্তমানে তাদের মরদেহ মদিনাস্থ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাধারা/এফএস/এআর