ksrm-ads

৬ নভেম্বর ২০২৪

ksrm-ads

সৌরভের মোবাইল থেকে কল, জানালেন সোহেল তাজ

বাংলাধারা প্রতিবেদন »

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের অপহৃত ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভের ফোন থেকে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে কল আসে। কিন্তু তারা ফোন ধরার পর কেউ কথা বলেনি। অত:পর সৌরভের বাবা-মা সৌরভের ফোনে ফিরতি কল দিলে কেউ আর ফোন ধরে নি।

বুধবার (১৯ জুন) দুপুরে ফেসবুকে লাইভে এসে এসব জানান সোহেল তাজ। ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমরা সারারাত ঘুমাইনি। এখনও অপেক্ষা করছি সৌরভের ফিরে আসার জন্য। গতকাল (মঙ্গলবার) রাতে আমরা এক জায়গায় গিয়েছিলাম। সেখানে আমরা কিছু তথ্য পেয়েছি। তাতে আমরা সন্তুষ্ট। গতকাল রাত আড়াইটার দিকে আমার মামাতো বোন আমাকে ফোন করেন। আমি মানিক (সৌরভের বাবা) ভাইয়ের সঙ্গেও কথা বলি।

তারা আমাকে জানান, সৌরভের ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ফোনে দু/তিনবার কল এসেছে। কিন্তু অপরদিকে কে সেটা তারা শুনতে পাননি। তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনও শব্দ শোনা যায়নি। পরবর্তীতে তারা কয়েকবার সৌরভের ওই নম্বরে কলব্যাক করার চেষ্টা করেছেন কিন্তু থেকে তারা ফোন ধরেননি।

সৌরভের বাবা মানিক ও মা ইয়াসমিন বলেন, ২টা ২০ মিনিটে কল আসে। কল আসার সঙ্গে সঙ্গে কলটা ধরি। আমি বারবার হ্যালো হ্যালো বললাম। কিন্তু ওই প্রান্তে কেউ কথা বলে না। আমি পরে কল কেটে দিয়ে আবার ফোন দেই। তখন রিং হচ্ছিল কিন্তু কেউ ধরেনি। এখনও কল করেছি রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। তার মানে সৌরভের ফোন খোলা রয়েছে। এরপর আমি আমার ছেলেকে একটা ম্যাসেজ দিয়েছি। ‘বাবা তুমি কোথায়? কী অবস্থায় আছো? তুমি বলো কোথায় আছো? দরকার হলে আমরা গিয়ে তোমাকে নিয়ে আসবো। এই ম্যাসেজেরও কোনও উত্তর পাইনি আমি।

মানিক বলেন, ডিসি কাউন্টার টেরোরিজম, ডিসি নর্থ এবং ওসি পাচলাইশকে জানিয়েছি । ফোন ট্রাক করে ফোন কোথায় আছে সেটি জানার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন।

সবশেষে সোহেল তাজ বলেন, আমরা তাদের প্রতি আস্থা রেখেই অপেক্ষা করছি। কর্তৃপক্ষ আমাদেরকে অতি সত্ত্বর জানাবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তবে আমরাও থেমে থাকবো না। আমরাও চেষ্টা করে যাচ্ছি। কারণ এই ধরনের ঘটনা কাঙিক্ষত না। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বেঁচে থাকতে চাই। সেটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য। এজন্য হাজার হাজার মুক্তিযোদ্ধ জীবন দিয়েছিলেন। আমি আশা করবো সেই রকম একটি বাংলাদেশ ভবিষ্যতে আমরা পাবো।

এ বিষয়ে জানতে চাইলে, সিএমপি নর্থ জোনের উপ-কমিশনার বিজয় বসাক বাংলাধারাকে বলেন, যে নম্বর থেকে সৌরভের বাবা-মাকে কল দেয়া হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সে ফোন নম্বরটি ট্র্যাক করে কোথায় আছে সেটি জানার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৯ জুন চট্টগ্রামে চাকরির সিভি জমা দিতে গিয়ে নিখোঁজ তরুণ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভের খোঁজ এখনও মেলেনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন