১৫ জুলাই ২০২৫

ব্রেইন স্ট্রোকে সিএমপি সদস্যের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য মোঃ শাহিনুর রহমান ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৫ আগস্ট) ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যদের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।

সিএমপি সূত্রে জানা যায়, কনস্টেবল মোঃ শাহিনুর রহমান ২০১৪ সালের ১০ অক্টোবর বাংলাদেশ পুলিশে যোগদান করে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার ব্রাহ্মণগাও গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিএমপি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন