বাংলাধারা ডেস্ক »
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মো. হাশেম নামে এক আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুরাদ মাওলা এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, এ মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। হত্যাকান্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় স্বামীকে মৃত্যুদন্ড দেন আদালত। আসামি রায়ের সময় আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানা যায়, যৌতুক না পেয়ে বাঁশখালী থানায় ২০১৩ সালে মো. হাশেম তার স্ত্রী বেবী আক্তাকে শ্বাসরোধ করে হত্যা করে।