আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব। মঙ্গলবার বিভাগীয় কমিশনার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।
এদিকে আবু তৈয়ব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। এর আগে সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি।
অন্যদিকে ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এবং জোটের মনোনীত প্রার্থী সৈয়দ নজিবুল ইসলাম মাইজভান্ডারী।