বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার এক স্বর্ণের দোকানে পুলিশ পরিচয়ে টাকা আত্মসাতের ঘটনায় জসিম উদ্দিন (৪২) নামক এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করে পাহাড়তলি থানা পুলিশ।
গ্রেপ্তার জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৬ ডিসেম্বর) সরাইপাড়াস্থ নিউ কালুশাহ জুয়েলার্সে পাহাড়তলী থানার এসআই (উপ-পরিদর্শক) পরিচয় দিয়ে একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি ক্রয় করে জসিম উদ্দিন। এসব স্বর্ণের বাজারমূল্য ৫০ হাজার ৫০০ টাকা হলেও জসিম উদ্দিন দোকানদারকে নগদ ২০ হাজার ৫০০ টাকা ও বাকি ৩০ হাজার টাকার একটি চেক দেন। দোকানদার চেকটি নিতে অস্বীকার করলে জসিম উদ্দিন বারবার তা নিতে জোর করেন। দোকানদার এক পর্যায়ে জসিম উদ্দিনের চেকটি নিয়েও নেন। বিলম্ব না করেই স্বর্ণের দোকান থেক দ্রুত সটকে পড়েন অভিযুক্ত জসিম উদ্দিন। পরবর্তীতে দোকানদার থানায় গিয়ে খোঁজ নিলে বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন এবং থানায় এ ঘটনায় একটি জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান ইমাম বলেন, ‘দোকানদার খোকন কুমার ধর নামের উক্ত দোকানদার জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করলে সেটি আমলে নেয়া হয় এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পরবর্তী জসিম উদ্দিন জানায়, সে একজন পেশাদার প্রতারক। সুযোগ বুঝে নানা রকম পন্থায় সে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।’
গ্রেপ্তারের পর জসিম উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা হাসান ইমাম।
বাংলাধারা/এফএস/এইচএফ/এআর