‘শিশুর পরিপূর্ণ শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য প্রয়োজন সমাজের প্রতিটি মানুষের শিশুর অধিকার সম্পর্কে সচেতন হওয়া।’
নগরীর দক্ষিণ পতেঙ্গাস্থ ৪১নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভায় বক্তারা এ কথা বলেন। চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের সহযোগিতায় চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-২, এ সভার আয়োজন করে।
৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন ৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। তিনি সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির গঠন, উদ্দেশ্য, দায়িত্ব ও কর্মপন্থার ওপর আলোকপাত করেন।তিনি বলেন, যেসকল শিশুরা নির্যাতন, অবহেলা, শোষণ এবং সহিংসতার শিকার হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে সেসকল শিশুর সুরক্ষা দেওয়াই কমিটির মূল কাজ।
তিনি আশা প্রকাশ করেন, কমিটির সদস্যরা বাল্যবিবাহ রোধ, ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন,বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধসহ শিশু সুরক্ষায় বলিষ্ট ভূমিকা পালন করবেন। সভাপতির বক্তব্যে কাউন্সিলর আলহাজ ছালেহ আহমদ চৌধুরী সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান।
এতে আরও বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুল ইসলাম, সমাজকর্মী আশরাফুল হক, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম ও সমাজসেবক ওয়াহিদুল আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি