ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

সড়ক আইন নিয়ে রাঙামাটিতে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম শুরু

রাঙামাটি প্রতিনিধি »

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করতে প্রাথমিকভাবে যানবাহন চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাঙামাটির পুলিশ বিভাগ।

রোববার (০৩ অক্টোবর) সকাল থেকে জেলা শহরের ব্যস্ততম বনরূপা বাজারে আনুষ্ঠানিকভাবে এই সচেতন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

সচেতনতামূলক এ কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের উদ্বর্তন কর্মকর্তাগণ রাঙামাটি-চট্টগ্রাম সড়কে চলাচলকৃত যানবাহনগুলোর চালকদের মাঝে লিফলেট বিতরনসহ নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।


পুলিশের এডিশনাল এসপি ছুফি উল্লাহ জানিয়েছেন, এখনো পর্যন্ত চালকদের অনেকেই নতুন ট্রাফিক আইন সম্পর্কে ভালোভাবে অবহিত নয়। তাই এই আইনটি সম্পর্কে চালক ও হেলপারদের মাঝে সার্বিকভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাঙামাটির পুলিশ বিভাগ। আগামী এক সপ্তাহ পর্যন্ত এই সচেতনতামূলক কার্যক্রম চালাবে পুলিশ।

তিনি আরও বলেন, আমরা চাইনা বড় অংকের আর্থিক জরিমানা করে চালকদের কেউ কেউ বেকায়দায় পড়ুক। তাই আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে সকলকে সচেতন করে গড়ে তোলার লক্ষে সড়কে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি রাঙামাটির বিভিন্ন পরিবহন সংগঠনগুলোর মালিক-চালক ও শ্রমিকদের সাথে নিয়মিতভাবে মতবিনিময় করে নতুন আইনটি সম্পর্কে ধারনা প্রদান করবে রাঙামাটির পুলিশ বিভাগ।

এসময় সহকারী পুলিশ পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, রাঙামাটি শহরের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ইসমাঈল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ