বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) দিনব্যাপী এ উৎসবকে ঘিরে নানা কর্মসূচী পালন করেছেন উক্ত বিহারের দায়ক/দায়িকাবৃন্দ।
কর্মসূচীর মধ্যে সকালে পুষ্প পূজা, বুদ্ধ পূজা, অরহৎ উপগুপ্ত পূজা, সীবলী পূজা, অস্টশীল ও পঞ্চশীল গ্রহণ। বিকেলে বিদর্শন ভাবনা অনুশীলন, স্বধর্ম দেশনা, প্রদীপ পূজা ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা এবং বুদ্ধ কীর্ত্তন।
আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য শীর্ষক স্বধর্ম দেশনা করেন হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ শরণশ্রী ভিক্ষু।এসময় তিনি বলেন,আষাঢ়ী পূর্ণিমা তিথি বুদ্ধের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ পূর্ণিমা তিথিতেই তথাগত গৌতম বুদ্ধ ভিক্ষুদের জন্য বর্ষাব্রতের নিয়ম প্রবর্তন করেন। তিন মাস শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মধ্য দিয়ে আত্নশুদ্ধি করতে হবে। এজন্যই আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের অত্যন্ত স্মরণীয়-বরণীয় তিথি। বৌদ্ধদের জন্য এটি একটি পরম মুহূর্ত ও শুভদিন।
এ উপলক্ষে উপজেলার কধুরখীল জ্ঞানোদয় ও মারজিন বিহার, গোমদণ্ডী জ্ঞানোদয় বিহার, শাকপুরা ধম্মানন্দ বিহার, প্রজ্ঞাবংশ ভাবনা কেন্দ্র, তপোবন বিহার, লালচাঁদ বিহার, সারোয়াতলী রত্নাংকুর বিহার, বৈদ্যপাড়া সর্বজনীন বিহার, বোধিদ্রুম বিহার, শাক্যমুণি বিহার, কড়লডাঙ্গা গৌতমমুণি বিহার, আমুচিয়া ধর্মদূত বিহার, দক্ষিণ জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার, জ্যৈষ্ঠপুরা শান্তিময় বিহার, শাক্যমুণি বিহার, অতিশ দীপংকর বিহার, শ্রীপুর বোধিসত্ব বিহার, শাক্যমুণি বিহার, মৈত্রী বিহার, খরণদ্বীপ আর্য্যবোধি বিহার, তথাগত বিহার ও চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহারে ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উৎযাপন করা হয়েছে।