হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে ওপেন মার্কেট সেইল (ওএমএস) চাউল বিতনণে অনিয়মের অভিযোগে এক ডিলারের ডিলারশীপ বাতিল করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত চিঠি পৌরসভার মুন্সির মসজিদ এলাকার ডিলার মেসার্স আজিজের স্বত্বাধিকারী মোঃ আবদুল হালিম নিকট প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বৃহস্পতিবার স্বাক্ষরিত কথিত ওই ডিলারের কাছে প্রেরিত পত্রের বিবরণে জানা যায়, উপজেলা প্রশাসন নানাভাবে উক্ত ডিলারের বিরুদ্ধে ওএমএস চাউল বিতরণের অভিযোগ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বশীল কর্মকর্তা দিয়ে বুধবার বিষয়টি তদন্ত করেন।
তদন্তে চাউল বিতণে অনিয়মের সত্যতা পেয়ে বৃহস্পতিবার কথিত ওএমএস ডিলারের ডিলারশীপ বাতিল করে তার কাছে পত্র প্রেরণ করেন।
বাংলাধারা/এআই