ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে অবৈধভাবে গাছ পাচারের দায়ে লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে অবৈধভাবে গাছ পাচার ও বহনের দায়ে তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, হাটহাজারী পৌরসভার পশ্চিমে রঙ্গিপাড়া এলাকার একটি করাতকলে অবৈধভাবে দুটি চাঁন্দের গাড়ি ভর্তি গাছ পাচারে সংবাদ পেয়ে নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে গাড়িভর্তি গাছ আটক করে। পরে সত্যতা স্বীকার করায় গাছের মালিক মো. সাইফুল ইসলামকে ৩০ হাজার, দুই গাড়ির মালিক মো. আরাফাত ও আনিছকে ৩৫ হাজার করে ৭০ হাজারসহ মোট ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। সত্যতা নিশ্চিত করে নির্বাহী অফিসার শাহীদুল আলম বলেন, জব্দকৃত গাছ হাটহাজারী বনবিভাগকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন