৮ জুলাই ২০২৫

হাটহাজারীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ১২ লাখ টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারীতে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব অবৈধ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) হাটহাজারীতে অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তর, র‌্যাব-৭, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে ধলই, মির্জাপুর ও হাটহাজারী সদরের একাধিক অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

সূত্রমতে, উপজেলার পশ্চিম ধলই শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গড়ে উঠা অবৈধ ইটভাটা কর্ণফুলী ব্রিক্সকে চার লাখ টাকা, চারিয়ার শাহ আমানত ব্রিক্সকে পাঁচ লাখ টাকা এবং কাদেরীয়া ব্রিক্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এ যৌথ অভিযান।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক মো. জমির উদ্দীন, জেলা পুলিশ, র‌্যাব-৭ এর একটি দল এবং ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে অংশ নেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ