ksrm-ads

১৬ জানুয়ারি ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে আরো একটি ভেজাল পণ্যের কারখানার সন্ধান

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজার এলাকার জগন্নাথ বাড়ি রোডে অভিযান চালিয়ে এক কক্ষ বিশিষ্ট ২০ ভেজাল পণ্যের একটি কারখখানা আবিষ্কার করেছে প্রসাশন।

শুক্রবার (১৭ মে) দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল অমিন।

রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালা ভেঙে ছোট কারখানাটির ভিতরে প্রবেশ করে দেখি দেশি বিদেশি প্রায় ২০ টি পণ্য উৎপাদন এবং প্যাকেটজাত করা হচ্ছিল সেখানে। সিলন চা, মির্জাপুর চা, রাধুনি সরিষা তেল, রাধুনি হালিম মিক্সড, রাধুনি পায়েস মিক্সড সহ বিদেশি নানান ব্রান্ডের নকল পণ্য বানানো হচ্ছিল এই কারখানায়।

তিনি বলেন, পুরনো নিম্নমানের চা এবং মসলাই মূলত প্যাকেট জাত করা হচ্ছিল নানান ব্রান্ডের। মসলার বস্তা ইদুরে কেটে গর্ত করে ফেলেছিল সেগুলো বিদেশি ব্রান্ডের প্যাকেট ভরা হচ্ছিল।

তিনি আরো জানান, কারখানাটি থেকে প্রায় ১০০ কেজি ভেজাল এবং নিম্নমানের চা এবং মসলা জব্দ ও করা ধ্বংস হয়েছে।    

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ