হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে ওয়ারেন্টভুক্ত আসামি মো. নাছের (৩৫) ও মো. জসিম (৩৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র।
গ্রেপ্তারকৃত মো. নাছের ওই এলাকার হাছি মিয়া ও মো. জসিম বজলুল আহম্মেদের পুত্র।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর শুক্রবার মদুনাঘাট তদন্তকেন্দ্রের অফিসার ফোর্স কর্তৃক রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর-১৫৫/২০ ও সিআর-১৭৮/২০এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. নাছের, পিতা-হাছি মিয়া এবং জিআর-৩৭১/১৭কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামি আটক করা হয়। ধৃত আসামিদ্বয়কে হাটহাজারী মডেল থানার মাধ্যমে গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এআই