ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে কারখানা ও গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ৩ লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় একাধিক কারখানা, গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওয়ার্ল্ড ফার্নিচারকে ২০ হাজার টাকা, গ্যালারি ও গ্লোবান এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, কর্ণফুলী প্যাকেজিং লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সকল প্রতিষ্ঠান ও স্থাপনায় যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা স্থাপনের বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। এ প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় ও উল্লিখিত জরিমানা আরোপ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতা আশা করছি। ভবিষ্যতে এ বিষয়ে আরও অভিযান পরিচালনা করা হবে।

এই অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান ও তার টিম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ