হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ১শ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা পুন্ডরিক ধাম প্রধান গেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটকরা হলো— রাউজান উপজেলার ৯নং ওয়ার্ডের কাজী পাড়ার শহিদুল্লাহের পুত্র মো. কোরবান (২৪) ও একই স্থানের অটোরিকসা চালক মো. খোকন (২৫)।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় একটি অটোরিকসায় (চট্টগ্রাম থ-১১-৮৩৩৩) অভিযান চালিয়ে ১শ লিটার চোলাইমদ উদ্ধার করে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।