ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে ঠিকাদার রুবেল হত্যাকান্ডের পলাতক আসামী আটক

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীতে বিআরটিসি বাসের টেন্ডার বিরোধের জের ধরে রুবেলকে নামে একযুবককে হত্যা দায়ে অন্যতম প্রধান আসামী মোঃ শাহাদৎ হোসেন রোকন (৩০) নামে এক যুবককে আটক করে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ১৮মার্চ ঢাকা ডেমরা থানাধীন ডগাইর এলাকা থেকে কোকনকে আটক করা হয়। রবিবার (২০মার্চ) র‌্যাব-৭ সিপিসি২ হাটহাজারী ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেন। আটককৃত রোকন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের মৃত শফির পুত্র।

র‌্যাব-৭ এর সুত্রে জানা যায়, গত ২৮ফেব্রয়ারী নিহতের মা বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় ০৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।তার সুত্র ধরে র‌্যাব-৭ এর গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান পলাতক আসামী মোঃ শাহাদৎ হোসেন রোকন ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন ডগাইর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ মার্চ সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রোকন(৩০), পিতা-মৃত মোঃ সফি, সাং-চিকনদন্ডী, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রামকে আটক করে।

আরো জানায় আসামী মোঃ শাহাদাত হোসেন রোকন প্রথমে রাজধানী ঢাকায় গিয়োক কারখানায় শ্রমিকের কাজ নেয় এবং পরবর্তীতে সেখানে নিরাপদ মনে না করায় সর্বশেষ ডেমরায় একটি বেকারিতে চাকুরী নেয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী অকপটে স্বীকার করে যে, সে মোঃ আব্দুল হালিম রুবেল হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ,গত ২৫ফেব্রয়ারী চট্টগ্রাম জেলার হাটহাজরী মডেল থানাধীন নতুন পাড়া মোবারক রোডের সম্মুখে রায়হান সিএনজি পেট্রল পাম্পের সামনে বিআরটিসি বাসের টেন্ডার বিরোধের জের ধরে মোঃ দিদারের নেতৃত্বে এলাকার কতিপয় দুস্কৃতিকারী মোঃ আব্দুল হালিম রুবেলের মাথা, বুক-পিটসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রুবেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৪ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় মৃত্যূ বরণ করে।

আরও পড়ুন