ksrm-ads

৭ অক্টোবর ২০২৪

ksrm-ads

হাটহাজারীতে ডিপ ফ্রিজে পাওয়া গেল বাসি ইফতার সামগ্রী

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ফ্রিজে রাখা বাসি ইফতার সামগ্রীসহ জিলাপির রস ও টক দইয়ের পুরনো উপকরণ জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক দোকানিকে জরিমানা এবং আরেক দোকান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, জয় ফুড কর্নারের ডিপ ফ্রিজে সপ্তাহ খানেক আগের পুরনো বেগুনি, পেয়াজু, জিলাপি, ছোলা এবং চপ পাওয়ার যায়। তাই দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে, ভাই ভাই বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ, পোড়া তেল, পুরনো জিলাপির রস, টক দইয়ের পুরনো উপকরণ পাওয়া যায়। তাই দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে পোড়া তেল,জিলাপির রস, টক দইল নালায় ফেলে ধ্বংস করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন