ksrm-ads

১৩ জানুয়ারি ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

59374819 10156702051354843 2451077628975644672 n

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের রঙিপাড়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ ৫০ বছর ধরে বেদখল ছিল এই রাস্তা।

সোমবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন বাংলাধারাকে বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের রঙিপাড়ায় রাস্তা করার উদ্যোগ নিয়েছি। কিন্তু রাস্তার জায়গা পাবলিকের দখলে ছিল। রাস্তা যেখানে থাকার কথা ১৫ ফুট চওড়া সেখানে আছে ৩ থেকে ৪ ফুট। অবৈধ উচ্ছেদ পরিচালনা করে আমরা প্রায় ২ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন