বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারীর মধ্য বুড়িশ্চর এলাকায় একটি ঘি‘র কারখানায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার ভেজাল ঘি জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় কারখানা মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ মে) বেলা তিনটায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন বাংলাধারাকে বলেন, মধ্য বুড়িশ্চর এলাকায় আব্দুল আওয়ালের ঘি কারখানায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার ভেজাল ঘি জব্দ ও ধ্বংস করেছি। আওয়ালের স্পেশাল ব্র্যান্ড হল জব্বার ব্র্যান্ড। এছাড়াও প্রায় দুই লাখের মতো বাঘাবাড়ি স্পেশাল ঘি‘সহ বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার পেয়েছি। ভেজাল ঘি‘র কারখানাটিতে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার তৈরি করা আছে। যখন যে ব্র্যান্ডের ঘি লাগবে ওই ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে সরবরাহ করতেন আওয়াল। এ অপরাধে আওয়ালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ঘি‘র বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।
আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিংসহ বিভিন্ন ভেজাল ঘি‘র কারখানায় অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা এ ব্যাপারে নজরদারি ও কঠোরতা আরও বাড়াবো।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি