ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে পুত্রের হাতে পিতা খুন

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীতে পুত্র হাতে মোহাম্মদ শাহ আলম (৫০) নামে এক পিতা খুন হয়েছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাহিদুল ইসলাম ৫ভাই বোনের মধ্যে ২য়। স্থানীয় বাজারে তার একটি দোকান রয়েছে।

সুত্রে জানা যায়,উপজেলা মির্জাপুর ইউনিয়ন কুমার কুল এলাকায় মোহাম্মদ শাহ আলমের ৫সন্তানে মধ্যে ২য় সন্তান জাহিদুল। শাহ আলমের ঘরে ২টি বউয়ের মধ্য জাহিদের মা বড়।প্রতিনিয়ত অভিযুক্ত মাকে নেশা করে নির্যাতন করত। ঘটানার দিন জুমার নামাজের জন্য জাহেদ দোকান বন্ধ করে নামাজ পড়ে বাড়িতে গেলে পিতা পুত্রের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়।ঝগড়ার এক পর্যায়ে জাহিদ শাহ আলমের মাথায় সজোরে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাটিতে পড়ে গিয়ে মাথার থেকে রক্তক্ষরন হলে অভিযুক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)রাজিব শর্মা জানান,খবর পাওয়ার পর অভিযুক্ত জাহিদুল ইসলামকে আটক করা হয়।লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেকে)প্রেরন করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ