ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

হাটহাজারী উপজেলা চৌধুরীহাট এলাকায় বাসের ধাক্কায় জিন্নাতুন নেসা (৫০) নামের এক নারীর ‍মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরীহাট এলাকায় শাহজালাল স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাতুন নেসা বাড়ি নোয়াখালী জেলার চরজব্বর থানার চরহাসান গ্রামে। তবে তিনি ছেলে-মেয়েকে নিয়ে থাকতেন শাহজালাল আবাসিক এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন জিন্নাতুন নেসা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকার লোকেরা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ