হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে মো. আনোয়ার (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের নাজির ভবনের চতুর্থ তলার (ডি-১) ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পৌরসভা ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের জব্বার আলী সারাং বাড়ির জালাল আহাম্মেদের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তার পরিবারের সদস্যদের সাথে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সে যায়নি। অনুষ্ঠান শেষ করে পরিবারের সদস্যরা সন্ধ্যায় বাসায় ফিরে দেখে বসতঘরের জানালার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে মডেল থানার এসআই মো. সিদ্দিকুর রহমান লাশটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অফিসার ইনচার্জ রুহুল আমীন সবুজ বলেন, ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত তথ্য জানা যাবে।