বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ভেজাল ঘি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেজাল ঘি বিক্রির দায়ে দোকান মালিককে জরিমানা করা হয়।
রোববার (৩ মে) বেলা ১ টার দিকে পরিচালিতএ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, ভেজাল ঘি বিক্রির দায়ে সরকার হাট বাজারের নূর স্টোরের মালিক মোঃ লোকমান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, বাজার মনিটরিং প্রতিনিয়ত চলমান রয়েছে। আমরা কোন প্রকার ভেজাল পণ্য বিক্রি করতে দিব না। এ ব্যাপারে আমরা সব সময় কঠোর অবস্থানে আছি।
বাংলাধারা/এফএস/টিএম