হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারীতে করোনায় দুই মৃত ব্যক্তির গোসল, কাফন ও এ্যাম্বুলেন্স সেবা প্রদান করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ ও পাঁচলাইশ থানা শাখা টিম।
হাটহাজারীতে উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আলী মোহাম্মদ পাড়া নিবাসী মরহুম শেখ আহমদের পুত্র মরহুম শামসুল আলম (৭০) করোনা আক্রান্ত হয়ে ১১ আগস্ট বুধবার বেসরকারি হাসপাতালে এবং গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সৈয়দ আহমদ হাট, ছানাউল্লাহ উকিলের বাড়ী নিবাসী মৃত হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ শের আলী খান (৬০)করোনা আক্রান্ত হয়ে মারা যান। এতে গাউসিয়া কমিটি বাংলাদেশ সহযোগিতা চাইলে উপজেলা উত্তর মাদার্শা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদ এর মাধ্যমে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের ও চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসানের নেতৃত্ব গোসল, কাফন ও এ্যাম্বুলেন্স সেবা প্রদান করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ ও পাঁচলাইশ থানা শাখা টিম।
বৃহস্পতিবার(১২ আগস্ট) দাফনকাজে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর মাদার্শা শাখার সভাপতি আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ এনামুল হক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদ, মাওলানা সৈয়দ সাদ্দাম হোসেন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ মামুন, মোহাম্মদ ঈশা, জহিরুল আলম তৌফিক,মোহাম্মদ হোসাইন খোকন, মোহাম্মদ ইছমাইল, সানি, ইশতিয়াক, রাকিব, নেজামসহ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এফএস