হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাটিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।
এ সময় জিয়া ফার্মেসীকে ৫০, হাজার মদিনা ফার্মেসীকে ৩০ হাজার, মো. নাছির (টিএস সরিসার তেল) ৫ হাজার, জামাল উদ্দিন (আল জান্নাত বেকারি) ৫ হাজারহাজী সালাম স্টোর ১০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন ফার্মেসি ও ভোগ্যপণ্য সহ নানাবিধ অনিয়ম তথ্য আসার পর অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, ২টি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে মোট ৮০ হাজার টাকা এবং ভেজাল পণ্য ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অপরাধে ৩টি দোকানকে বিএসটিআই আইন-২০১৮ এ মোট ২০ হাজারটাকাসহ সর্বমোট ১ লাখ টাকা দন্ডারোপ করে তা ডিসিআর মূলে আদায় করা হয়।
এ অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মো. জিল্লুর রহমান, ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান ও হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স অংশগ্রহণ করে।