ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর মামলা ও জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে হাটহাজারীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

শুক্রবার (২ জুলাই) উপজেলার চৌধুরীহাট, হাটহাজারী বাসস্টেশন, হাটহাজারী বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার দায়ে ১৫ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে সকাল থেকে হাটহাজারী কলেজ গেইট বাসস্টেশন, জিরো পয়েন্ট, ইছাপুর, চৌধুরীহাট, আমানবাজার, সরকারহাট মদুনাঘাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে আাইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ছাড়াও র‌্যাব এবং সেনা বাহিনী নিয়মিত টহল দিচ্ছেন পাশাপাশি বিনা প্রয়োজন বের হওয়া যানবাহন ও মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে হ্যান্ড মাইকিংসহ বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টি করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল, সিএনজি বেবী ট্যাক্সি এবং ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে অপ্রয়োজনে বের হওয়ায় কয়েক জনকে ১৫ মামলায় ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ