ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

হাটহাজারীতে লকডাউনে বিয়ে, হানা দিল ম্যাজিস্ট্রেট

হাটহাজারী প্রতিনিধি »

চলমান কঠোর লকডাউনে হাটহাজারী উপজেলায় বাসার ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৮জুলাই) দুপুরে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃশরিফ উল্ল্যাহ।

ভ্রাম্যমান আদালত এর সুত্রে জানা যায়, চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে সরকারি চলমান কঠোর লকডাউন তোয়াক্কা না করেই করে বাসার ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে বরযাত্রীসহ ১শত জনের বেশি লোকের খাবার রান্না হয়েছিল এই অনুষ্ঠানে। বরযাত্রী আসার পূর্বেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে মেয়েপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃশরিফ উল্ল্যাহ জানান, সরকারি নির্দেশনা অমান্য করার বিয়ের আয়োজনের অপরাধে মেয়ে পক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ,

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন