হাটহাজারী প্রতিনিধি »
কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১ জুলাই থেকে দেশ ব্যাপী টানা সাত দিনের ১ম দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল থেকে পণ্যবাহী যান ও রিক্সা ছাড়া সকল ধরনের যানবাহন বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান পাঠ ছাড়া বন্ধ আছে শপিংমল।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাসষ্ট্যান্ড জিরো পয়েন্ট ও চৌধুরীর হাট, বড়দীঘিরপাড়, মির্জাপুর, ইছাপুরসহ বিভিন্ন অলিগলি ও বাজারে টহল দিচ্ছে সেনবাহিনী, পুলিশসহ উপজেলা প্রশাসন। তবে কিছু এলাকায় সিএনজি অটোরিকশা চলতে দেখা গেলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হাটহাজারী-চট্টগ্রাম মহাসড়কে বড়দীঘির পাড় এলাকায় বুধবার (৩০ জুন) ভারি বর্ষণে পাহাড়ি ঢলে হাঁটু পরিমাণ বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় জরুরি সেবা দেয়া যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
উপজেলা সহঃভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মোঃ শরিফ উল্ল্যাহ জানান, কোভিড-১৯ সম্পর্কে প্রতিটি এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করছি। পাশাপাশি মাক্স পরিধান এবং অযথা মানুষ রাস্তায় ঘোরাঘুরি না করার জন্য নির্দেশনা প্রদান করছি। পণ্যবাহী ও রিক্সা ব্যাতিত অণ্যযানবাহন বিশেষ করে সিএনজি অটোরিকশা চলাচলা করতে না পারে সেদিক দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই যারা সরকারী নির্দেশনা মানবে না তাদের জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, কর্মজীবি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মী বের হলে তাদেরকে পরিচয় পত্র দেখাতে হবে। অন্যথায় যদি না থাকে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআই