হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. তানভীর ( ১৯) ও সাজেদুল করিম (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (৮ জুন) ৩টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের কুমাড়ীকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা উভয়ে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই মো. জসিম ও সিরাজুদ্দৌলার পুত্র।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে দুই আরোহী হাটহাজারী দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেক প্রেরণ করেছেন বলে কর্তব্যরত চিকিৎসক তাসলিমা আকতার সুমি জানান।