হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১৩ ফুট লম্বা পাইথন (অজগর) সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার (২ অক্টোবর) রাতে উপজেলা ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামতল এলাকার ওমর ফারুকের ভাঙ্গারি দোকান পিছন থেকে সাপটি উদ্ধার করা হয়।
হাটহাজারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও এসআরটিবিডি সহযোগিতা ফতেপর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামতল এলাকার ওমর ফারুকের ভাঙ্গারি দোকানে যায়। এসময় দোকানের পিছন থেকে ১৩ ফুট লম্বা একটি পাইথন (অজগর) সাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটিকে হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে ছেড়ে দেওয়া হয়।