বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর এলাকার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণির ৮৫ জন শিশুকে শিশু খাদ্য উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন শিশুদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, বিদ্যালয়ের শিশুদের পড়াশোনার প্রতি এবং স্কুলের প্রতি আগ্রহ ধরে রাখতে সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণির ৮৫ জন শিশুকে শিশু খাদ্য উপহার দেয়া হয়েছে।
তিনি বলেন, এই শিশুদের পরিবার প্রধানদের কেউ দিন মজুর, কেউ সি এন জি চালক, কেউ পরের জমিতে কাজ করেন, কেউ রিক্সা চালক, কেউবা আবার হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে।
উল্লেখ্য, বেশ কিছু দিন আগে হাটহাজারী পৌরসভার পশ্চিমে সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়টি ছিল ভাঙ্গা এবং পরিত্যক্ত অবস্থায়। স্কুলটিতে কোন মতে চলত কার্যক্রম। স্কুলের এ অবস্থার খবরটি আসে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন কাছে। এরপর করা হয় স্কুলের নতুন ভবন, শিক্ষার্থীদের জন্য দেওয়া হয় আসবাবপত্র, বাড়তে থাকে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক। এসব করেছেন ইউএনও রুহুল আমিন। বর্তমানে স্কুলটি পরিচালিত করছে হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক।
বাংলাধারা/এফএস/টিএম