ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

হাটহাজারীর ৬ ফার্মেসিকে ৯২ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে মেয়াদর্ত্তীন ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ৬টি ফার্মেসিকে ৯২ হাজার টাকা জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌর সদর বাস স্টেশন ও বাজারে এেই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আবু রায়হান।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীন ওষুধ রাখা ও স্যাম্পল রাখার অপরাধে নিউ মেডিসিন হাউজকে ৩০ হাজার, হাটহাজারী মেডিকেল হাউজকে ১২ হাজার, বি আলম ফার্সেমিকে ৩০ হাজার, পল্লী মঙ্গল ফার্মেসিকে ১০ হাজার, ফেরদৌস ফার্মেসিকে ৫ হাজার, আল মক্কা ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আবু রায়হান জানান, ওষুধ প্রশাসনের আইনের ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা ভঙ্গের অপরাধে ৬টি ফার্মেসিকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন। হাটহাজারী মডেল থানার পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ