ksrm-ads

১১ নভেম্বর ২০২৪

ksrm-ads

হাতিয়া চ্যানেলে জাহাজ থেকে ছিটকে পড়ল ৪৩ কন্টেইনার

ফাইল ছবি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার বোঝাই করে ঢাকার পানগাঁও টার্মিনালে যাবার পথে একটি জাহাজ থেকে ৪৩টি কনটেইনার বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে পড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (৩০ জুন) ভোর ৬টার দিকে সাগর উত্তাল থাকায় ভাসানচরের কাছে হাতিয়া চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

 বন্দর সূত্র জানায়, কেএসএল গ্ল্যাডিয়েটর নামে একটি কনটেইনারবাহী জাহাজ শিল্পপন্য বোঝাই ৮৬ টি কন্টেইনার নিয়ে শনিবার (২৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার বুড়িগঙ্গায় পানগাঁও টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে ৬৭টি কনটেইনার পানগাঁও সংলগ্ন সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের জেটিতে এবং বাকি ১৯ টি পানগাঁওতে খালাসের কথা ছিল। কিন্তু জাহাজটি বঙ্গোপসাগরে হাতিয়া চ্যানেলে পৌঁছার পর ৪৩টি কনটেইনার সাগরে ছিটকে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, হাতিয়া চ্যানেলের অদূরে নোয়াখালীর ভাসানচর এলাকায় লাল বইয়ার কাছে বৈরি আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি। এসময় জাহাজটি ব্যাপকভাবে দুলতে শুরু করলে কনটেইনারগুলো বাঁধন ছিঁড়ে সাগরে পড়ে যায়। ভাসানচরে এখন অনেকগুলো কনটেইনার ভাসতে দেখা যাচ্ছে। এসব কনটেইনারগুলোকে নজরে রাখতে জাহাজটির কর্তৃপক্ষকে বলা হয়েছে।

দুর্ঘটনার কারণে হাতিয়া চ্যানেল দিয়ে জাহাজ বা অন্যান্য নৌযান চলাচলে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। তবে তিনি জানান, এই চ্যানেল দিয়ে চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন