বাংলাদেশ ফুটবলের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে! অবশেষে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত হামজা দেওয়ান চৌধুরী। ব্রিটিশ-বাংলাদেশি এই মিডফিল্ডার সোমবার (১৭ মার্চ) সকালে বাংলাদেশে পৌঁছেছেন, যেখানে তাকে বরণ করে নিয়েছে ফুটবলপ্রেমী দেশ।
ম্যানচেস্টার থেকে সরাসরি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা। স্থানীয় সময় সকাল ১১টা ৫২ মিনিটে দেশের মাটিতে পা রাখেন এই ২৭ বছর বয়সী ফুটবলার। তার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা। তবে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেই দেশে ফিরেছেন।
বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাতজন নির্বাহী সদস্যের একটি দল। সেখান থেকে সরাসরি হবিগঞ্জের গ্রামের বাড়িতে চলে যান তিনি, যেখানে আজকের দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন। তার আগমনে পুরো হবিগঞ্জে বইছে উৎসবের আমেজ।
আগামীকাল, মঙ্গলবার (১৮ মার্চ), ঢাকায় আসার কথা রয়েছে হামজার। এরপর তিনি সরাসরি যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেন এই লেস্টার সিটি তারকা। দেশের ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা কি হতে যাচ্ছে? তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন!
এআরই/বাংলাধারা স্পোর্টস