বাংলাধারা স্পোর্টস »
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে হতাশার খবর হাঁটুর চোটের কারণে একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। তাই সাইফ হাসানের সঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করেন সাদমান ইসলাম।
বুধবার(০৭ জুলাই) শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ দলে আট জন ব্যাটসম্যান নেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও সাদমান ইসলাম।
মাত্র ৫ বল খেলেই ডাক মেরে মুজারাবানির পেসে সরাসরি বোল্ড হয়ে গেলেন এই ওপেনার। তামিম না থাকায় ব্যাটিংলাইন আপে উন্নতি হয়েছিল নাজমুল হক শান্তর। ওয়ানডাউনে নেমেছিলেন। তিনিও ব্যর্থ।
মাত্র ৮ বলের মোকাবেলায় আউট হয়ে শান্তভাবেই সাজঘরে ফিরলেন শান্ত। তার উইকেটটি শিকার করেছেন সেই মুজারাবানি। ৮ বলে ২ রানই যেন যথেষ্ট তার জন্য।
সাদমানের সঙ্গে এখন হাল ধরেছেন অধিনায়ক মুমিনুল হক। অপরপ্রান্তে ২৩ বলে মাত্র ২ রানে চুপচাপ দাঁড়িয়ে তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ পাওয়া সাদমান।
এ প্রতিবেদন লেখার সময় ৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৯ রান। অথচ উইকেট হারিয়েছে ২টি।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমু হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ে একাদশ: টাকুদজয়নাশে কাইটানো, রয় কাইয়া, রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), টিমাইসেন মারুমা, ডিওন মায়ার্স, মিল্টন শুম্বা, ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ও ব্লেসিং মুজারাবানি।
বাংলাধারা/এফএস/এআর