বাংলাধারা প্রতিবেদন »
নগরীর স্বনামখ্যাত ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আউলিপিয়া চূড়ান্ত পর্বে অংশ নিতে জন্য যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যাচ্ছে।
শনিবার (২৯ জুন) ১২ সদস্যের দলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে। স্কুলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, আগামী ২-৫ জুলাই, ২০১৯ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে অনলাইন এবং ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিতর্ক, সৃজনশীল লেখা, কুইজ, উপস্থিত বক্তৃতা ও টিম-ওয়ার্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৈপুণ্যের সাথে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় ১২ সদস্যের এ দলটি।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং যোগ্যতা সংক্রান্ত একটি পর্বেও অংশ নেবে এ প্রতিনিধি দল। এছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, স্থাপনা ও পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে আগামী ১৩ই জুলাই, ২০১৯ দলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর