হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর শাখা খাল চেংখালিতে ভেসে উঠল মৃত ডলফিন।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহা সড়কের চেংখালি ব্রিজের নিচ থেকে সাড়ে ৭ফুট দৈর্ঘ্যের ডলফিনটি উদ্ধার করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন স্থানীয় লোকজনে সহযোগিতায় ডলফিনটি উদ্ধার করেন।
সুত্রে জানা যায়, উপজেলা মেখল ইউনিয়নের চেংখালি ব্রিজের নিচ এলাকা থেকে একটি মৃত ডলফিন দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসে সাড়ে ৭ফুট দৈর্ঘ্যের ডলফিনটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে হালদার জোয়ার পানির স্রোতে শাখা খালে আটকা পড়ার কারণে ডলফিনটি মৃত্যু হয়। ডলফিনটি শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। পরে আইডিএফ স্থানীয় বন বিভাগের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ডলফিনটি মাটি চাপা দেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, উপজেলার চেংখালি ব্রিজের নিচে একটি মৃত ডলফিন দেখতে পেয়ে স্থানীয় লোকজন। তাদের তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় এটি উদ্ধার করে, পরে আইডিএফ ও বনবিভাগের উপস্থিতিতে হালদা নদীর পাড়ে মাটি চাপা দেওয়া হয়। ডলফিনটি একটি পাখনা কেটে পরীক্ষার জন্য ল্যাবটরিতে পাঠানো হয়।
বাংলাধারা/এফএস/এআই