রাউজান প্রতিনিধি »
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও মৎস্য অভয়ারণ্য হালদা নদী থেকে গত আড়াই বছরে ১ লাখ ১০ হাজার ৫শ মিটার ঘের জাল উদ্ধার করেছেন রাউজান উপজেলা প্রশাসন।
২০২০, ২০২১ ও ২০২২ সালের মে পর্যন্ত ৭১ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাতানো এসব জাল উদ্ধার করা হয়। এছাড়াও এই আড়াই বছরে ৪৩ টি ইঞ্জিন চালিত নৌকা, একটি বালু উত্তোলনের ড্রেজার ধ্বংস করা হয়। জরিমানা আদায় হয় ১ লাখ ৭০ হাজার টাকা।
আজ শনিবার (২৩ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান উপজেলা মৎস্য অফিসার পীযূষ প্রভাকর।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও মাঠ সহকারী বোরহান উদ্দিন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা ও পুরস্কার বিতরণী সভা সহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে সভায় জানানো হয়।