হাটহাজারী প্রতিনিধি »
হালদা নদীতে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ মার্চ) উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আমতুয়া ও তার আশপাশ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করা হয়।
ইউএনও মো. শাহিদুল আলম জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।
অভিযানে সহযোগিতায় ছিলেন উত্তর মাদার্শার সম্মানিত চেয়ারম্যান সাহেদুল আলম, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হেনা সিদ্দিকী, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী।