ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

হালদায় সাড়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ

বাংলাধারা প্রতিবেদক »

হাটহাজারী উপজেলার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৬টি ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ হাজার মিটার।

শুক্রবার (২২ জুলাই) রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন আইডিএফ হালদা প্রকল্পের ম্যানেজার, মৎস্য কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও গ্রাম পুলিশ সদস্যরা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, ‘হালদা নদীতে রাতভর অভিযান পরিচালনা করে ৬টি ঘেরা জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার ৫০০ মিটার। মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় প্রতিনিয়ত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ