হাটহাজারী প্রতিনিধি »
হালদায় গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরাজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
সোমবার (১ নভেম্বর) রাত ৯ টা হতে ১ টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
ইউএনও শাহিদুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানটি গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত চালানো হয়। জব্দকৃত জাল ও নৌকা নিকটবর্তী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রয়েছে। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণ সহযোগিতা করেন। এছাড়া আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানীসহ স্বেচ্ছাসেবকগণ অভিযানে অংশগ্রহণ করেন।