বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের হালিশহর এক্সেস রোডে ছুরিকাহত হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো. কাউসার (১৬)। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, ছুরির আঘাতে আহত মো. কাউছারকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। রাত সোয়া ১১টার দিকে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত শহিদ নামে একজনকে পুলিশ আটক করেছে।
ছুরিকাহত হয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবিন বলেন, ছোটপুল থেকে বড়পুল এক্সেস রোডের কোনো এক স্থানে ছুরির আঘাতে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইভ টিজিং সংক্রান্ত ঘটনায় এ হত্যা বলে শুনেছি। এ ঘটনায় একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে আটক আছে।
বাংলাধারা/এফএস/এআর