ksrm-ads

৪ অক্টোবর ২০২৪

ksrm-ads

হালিশহরে দরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

59502531 285440252341294 7705031682457337856 n

বাংলাধারা প্রতিবেদন »

নগরের হালিশহরে মরহুম খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনর আয়োজনে এলাকার গরীব-দুস্থদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়েদুল হক।

নগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনির সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদুল হক বলেন, দেশের সকলে যদি সাহায্যের মনোভাব নিয়ে এগিয়ে আসে তাহলে এই পবিত্র রমজানের মাসে কোন ব্যাক্তি বা পরিবার সেহেরী বা ইফতার করা থেকে বঞ্চিত হবে না।

ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কলিন্স বৈদ্য,তানভীর আহমেদ ছিদ্দিকি তসলিম,মোঃ শামিম,আবু সুফিয়ান সাকিব,মোঃ ইসমাইল,খান আরেফিন সায়মুন,মোঃ মাছুম,জাহিদুল ইসলাম রাহি প্রমুখ।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন